
আইসিসির র্যাংকিং তালিকা থেকে আগেই মুছে ফেলা হয়েছে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বর্তমানে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসানের নাম। কিন্তু ১৩ বছরের বেশি সময় ধরে ব্যাটে-বলে তার অসংখ্য অর্জন কি আর চাইলেই বাতিলের খাতায় ফেলে দেয়া যায়?
এ বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি, ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট দখল করা মি. অলরাউন্ডার তার চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ করেছিলেন কেন আসলে তিনি বিশ্বসেরা।
তার এমন কৃতিত্বকে তাই এড়িয়ে যেতে পারেনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের সবচেয়ে বড় গ্রুপ ভারত আর্মি। তারা এবার আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড়ের পুরুষ ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছে।
মনোনয়নের তালিকায় সাকিবের সঙ্গে আরও আছেন- ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর নায়ক বেন স্টোকস, অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা স্টিভেন স্মিথ এবং ইংল্যান্ড বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভারত আর্মি প্রতিবছর বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করে থাকে। প্রতিবারের মতো এবারো তারা এই পুরস্কার প্রদান করবে। বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করে ভারত আর্মি। সোশ্যাল মিডিয়া টুইটারে পোল পোস্টের মাধ্যমে জনসাধারণের ভোটে মনোনীতদের মধ্য থেকে বিজয়ী বেছে নেয়া হবে।
আরআইএস