
অনেক দিন ধরেই ক্রিকেটের বাইরে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সবশেষ তাকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে। এরপর মাঝে জাতীয় লীগে মাঠে নামলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে যাননি ভারত সফরে।
এতদিন অনুশীলনেও ছিলেন না তামিম। বৃহস্পতিবার বিসিবি’র একাডেমি মাঠে কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেন তিনি। মিরপুরে হাজির হলেও অনুশীলন করেননি বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ছিলেন সদ্যই ভারত সফর থেকে ফেরা টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। তারা তিনজনই এবার খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে। যেখানের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
যদিও তিনি বলেছেন এটা ঢাকা প্লাটুনের অনুশীলন নয়। তিনি বলেন, ‘এটা ঢাকা প্লাটুনে ট্রেনিং শুরু হয়নি, ব্যক্তিগত উদ্যোগে সাধারণত এটা আমরা প্রায় সময় করে থাকি তামিমের সাথে সৌরভের সাথে। সে কাজটাই করতেছি।’
‘যেহেতু সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে, তামিম তো অনেকদিন ধরে খেলার মধ্যে নেই। অনুশীলনে তাই তার আরেকটু বেশি সময় দেওয়া উচিত। এ কারণেই আসলে সেশনটা শুরু করা আরকি। ওইভাবে চিন্তা করিনি অনেকদিন পর আসছে (তামিম)। এখন আগে ব্যাটে বলে লাগুক তারপর আসলে ঠিক করবো কীভাবে কি হবে।’
এমএইচবি