
বিপিএলে দুই বার ছিলেন চ্যাম্পিয়ন দলের কোচ। বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত বিপিএলের সপ্তম আসরেও আছেন একমাত্র বাংলাদেশি কোচ হিসেবে। তিনি ছাড়া আর কোনো দলেরই হেড কোচ হিসেবে নেই কোনো দেশি কোচ। আর এই কারণেই নিজের উপর দায়িত্ব বেড়েছে বলে মনে করেন মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, ‘যদি বলেন দেশি কোচ, সেক্ষেত্রে আমার দায়িত্বটা একটু বেড়ে গেল। কারণ সব দলেই বিদেশি কোচ আছে। যেহেতু আমি একাই দেশি কোচ, যদি এখানে ভালো করি, অন্য যারা দেশি কোচ আছে তাদের সুযোগ আসবে। একারণে মনে করি আমার ভালো করা উচিত। চ্যালেঞ্জ তো মনে করি প্রতিটি টুর্নামেন্টেই থাকে। চ্যালেঞ্জ ছাড়া আপনি ভাবতেও পারবেন না।’
সালাউদ্দিন এবার ঢাকা প্লাটুনের কোচ। যেখানে রীতিমতো তারকার মেলা। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের পর কাগজে কলমে সবচেয়ে শক্তিশালি দল ঢাকাই। তবে তাতে তৃপ্তির ঢেকুর ফেলছেন না সালাউদ্দিন। তার মতে ভালো করতে হলে থাকতে হবে সম্মিলিত প্রচেষ্টা।
সালাউদ্দিনের ভাষায়, ‘দেখেন, প্রতিটা খেলোয়াড়েরই ভূমিকা থাকে। যারা আসে তাদের সবার আলাদা আলাদা ভূমিকা থাকে। টিমের বাইরে যারা তাদেরও। কেননা তারা যদি সমর্থন না করে আপনি পারবেন না। ব্যক্তি এখানে কখনোই গুরুত্বপূর্ণ হতে পারে না। এমনকি যারা ব্যবস্থাপনায় থাকে তাদেরও ভূমিকা থাকে। সবারই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এছাড়া ভালো করা সম্ভব না।’
এমএইচবি