
মাত্র দুই মাসের কিছু বেশি সময়ের মধ্যে মুদ্রার অপর পিঠ দেখে ফেললো আর্সেনাল। গত সেপ্টেম্বরে এইনট্রাখট ফ্রাঙ্কফুটের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে ইউরোপা লীগের এবারের মৌসুম শুরু করেছিল গানাররা। একইসঙ্গে দীর্ঘ ছয় বছর পর তারা জার্মানির মাঠে জয়ের মুখ দেখেছিল। অথচ এবার তারা ঘরের মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেয়ে মাঠ ছাড়লো।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপানি মিডফিল্ডার দাইচি কামাদার জোড়া লক্ষভেদে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে এইনট্রাখট ফ্রাঙ্কফুট।
ম্যাচের প্রথমার্ধে ইনজুরি সময়ের প্রথম মিনিটে বুকায়ো সাকার পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের উঁচু শটে বল জালে জড়িয়ে আর্সেনালকে লিড এনে দিয়েছিলেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
বিরতির পর ৫৫ মিনিটে দ্যানি দা কস্তার পাসে বল আদায় করে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন দাইচি কামাদা। ৯ মিনিট পর কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের কিকে বল জালে জড়িয়ে জয়সূচক গোলটি করেন কামাদা।
ফ্রাঙ্কফুটের বিপক্ষে হারলেও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষএ আছে আর্সেনাল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফ্রাঙ্কফুট।
আরআইএস