
দক্ষিণ আফ্রিকা, অষ্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ মিকি আর্থার এবার শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেতে পারেন। আর্থারকে কোচ নিয়োগ দেয়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট আলোচনা করছে বলে এক ক্রিকইনফোর এক রিপোর্টে আগেই জানানো হয়েছিল।
বিশ্বকাপের পর পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর নিউজিল্যান্ডের ঘরোয়া দল সেন্ট্রাল ডিস্ট্রিকস এর টি-টোয়েন্টি দলের সঙ্গে সংক্ষিপ্ত এক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন আর্থার। তবে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের কথা জানিয়েছে নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেট দলটি।
আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস (সিডি) এর কোচ কথা ছিল আর্থারের। ক্লাবটির প্রথম শ্রেণি ও ওয়ানডে ক্রিকেটে অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা আলডিন স্মিথকে এখন টি-টোয়েন্টি দলেরও দায়িত্ব পালন করতে হবে।
সিডি’র প্রধান নির্বাহী পেট ডি ওয়েট এক বিবিৃতিতে বলেন, ‘মিকি অসাধারণ একজন ক্রিকেট কোচ। আমি তার পরবর্তী মিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ছাড়পত্র পাওয়ার জন্য মিকির অনুরোধে আমরা অবশ্যই হতাশ। কারণ এই মিশনে তার বিশাল অভিজ্ঞতা ছিল আমাদের মূল শক্তি। তাকে নিয়েই আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম।’
এখন টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্মিথের সহযোগী হিসেবে নিউজিল্যান্ডের সাবেক উইকেট রক্ষক লুক রঞ্চি দায়িত্ব পালন করবেন বলে জানান ওয়েট।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রঞ্চি। তবে চলতি বছরের শুরুতে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ফিল্ডিং ও উইকেটরক্ষক কোচ হিসেবে তাকে সাময়িক চুক্তিতে আবদ্ধ করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট।
আরআইএস