• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ১২:০০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০১৯, ১২:০০ পিএম

ভারত সফরের ক্যারিবীয় দলে নেই গেইল-রাসেল-ব্রাভো

ভারত সফরের ক্যারিবীয় দলে নেই গেইল-রাসেল-ব্রাভো
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ফটো : গেটি ইমেজ

আগামী ডিসেম্বরে ভারত সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন কাইরন পোলার্ড।

সম্প্রতি ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল জানিয়েছেন, ভারত সফরে তিনি যাবেন না। এমনকি তিনি বিগ ব্যাশ এবং বিপিএলেও না খেলার কথা জানিয়ে রেখেছেন। যার ফলে তাকে স্কোয়াডে রাখা হয়নি। 

হাঁটুর ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পাননি আন্দ্রে রাসেল। যদিও এই ইনজুরি নিয়েই টি-টেন লীগের সব ম্যাচ খেলেছেন। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেয়া ডোয়াইন ব্রাভোকে দলে নেয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়নি।

তবে হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফ্যাবিয়ান অ্যালেন। হ্যামস্ট্রিংয়ের সমস্যা থেকে উতরে যাওয়ায় দীনেশ রামদিনও দলে জায়গা করে নিয়েছেন। দলে আরও ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নখ দিয়ে বলে খুটিয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়া নিকোলাস পুরান। 

ভারতের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৬ ডিসেম্বর হায়দ্রাবাদে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, দীনেশ রামদিন, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : সুনীল আমব্রিস, রোস্টন চেস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

আরআইএস 
 

আরও পড়ুন