
ভারতের লক্ষ্ণৌতে সফরের একমাত্র টেস্টে আফগানিস্তানকে দাঁড়াতেই দিলো না ওয়েস্ট ইন্ডিজ। আড়াই দিনেরও কম সময়ে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।
টসে হেরে আগে ব্যাট করতে নামা আফগানিস্তান টেস্টের প্রথম দিনেই ১৮৭ রানে অল আউট হয়েছিল। জবাবে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা শামারাহ ব্রুকসের সেঞ্চুরি হাঁকানো ১১১ রানের ইনিংসে ভর করে গুঁটিয়ে যাওয়ার আগে ২৭৭ রান করে।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়া আফগানিস্তান শুক্রবার (২৯ নভেম্বর) ৭ উইকেটে ১০৯ রান দিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের শুরুতে ৭.১ ওভার ব্যাটিং করে মাত্র ১১ রান যোগ করে তারা শেষ ৩ উইকেট হারিয়ে ১২০ রানের থেমে যায়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট পান জেসন হোল্ডার, রাহকিম কর্নওয়াল এবং রোস্টন চেস।
মাত্র ৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া অভিষিক্ত স্পিনার আমির হামজা আউট করেন ৮ রান করে ক্রেইগ ব্র্যাথওয়েটকে। জন ক্যাম্পবেল ১৯ ও শাই হোপ ৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচে ১০ উইকেট পাওয়ায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অফব্রেক বোলার রাহকিম কর্নওয়াল।
আরআইএস