
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এফটিপি অনুযায়ী দুই ম্যাচ টেস্ট আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। নারী ও বয়সভিত্তিক দল সফর করে আসায় সম্প্রতি দেশটিতে জাতীয় দল পাঠানো নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বিসিবি।
তবে বাংলাদেশের প্রস্তাব ছিল, পাকিস্তানে যেয়ে শুরুতে টি-টোয়েন্টি সিরিজের পর নিরপক্ষে ভেন্যু দুবাইতে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব বিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছিল। কিন্তু এতে নাকি রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ দুই ভাগে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে রাজি নয় পাকিস্তান। পিসিবি’র সূত্রের বরাত দিয়ে এমন খবরই দিচ্ছে দেশটির গণমাধ্যম জিও টিভি।
দুই ভাগে সিরিজ খেললে তা পাকিস্তান সুপার লীগ ও অন্যান্য সিরিজে প্রভাব ফেলবে বলে দাবি করছে পিসিবি। এমন খবর দিয়ে দেশটির গণমাধ্যম বলছে নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনে আশাবাদী পিসিবি। এখন দেখার বিষয়, বিসিবি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
আরআইএস