
আগামী ১-১০ ডিসেম্বর কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে রয়েছেন সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার এবং জাকির হাসান। ইনজুরির কারণে বাদ পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দলে নেই পেসার আবু হায়দার রনি।
মূলত এসএ গেমসে ক্রিকেট ডিসিপ্লিনে অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। তবে এর বাইরে তিনজনকে নেয়ার সুযোগ থাকে। ১৩তম এশিয়ান গেমস থেকে স্বর্ণ জিতে আনাই মূল লক্ষ্য।
বাংলাদেশ ছাড়াও এবারের আসরে ক্রিকেটে অংশ নিচ্ছে ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। অংশ নিবে না ভারত ও পাকিস্তান। তাই বাংলাদেশের সামনে স্বর্ণ জয়ের দারুণ সুযোগ থাকছে।
এসএ গেমসের বাংলাদেশ ক্রিকেট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, সুমন খান, মাইদুল ইসলাম ভূঁইয়া, মানিক খান ও মেহেদী হাসান।
এসএ গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সূচি :
৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম মালদ্বীপ (কাঠমান্ডু)
৬ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভুটান (কাঠমান্ডু)
৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল (কাঠমান্ডু)
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (কাঠমান্ডু)
আরআইএস