
ডেভিড ওয়ার্নার তিনশ করেও থামছেন না। ডন ব্র্যাডম্যান আর মার্ক টেইলরকে ছাড়িয়ে বনে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। তাতেই সবার মনে আশা এবার বোধ হয় লারার ৪০০ রানের চূড়াটা ছাড়িয়ে অজি ওপেনার হয়ে যাবেন সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রাহকের মালিক।
তবে তাতে হঠাৎই যেন বাধা হয়ে দাঁড়ালেন অজি অধিনায়ক টিম পেইন। ইনিংস ঘোষণা করে দিয়ে চক্ষুসূলও হয়ে গেছেন সমর্থকদের। চারদিকে চলছে তার সমালোচনা। তবে যার জন্য এতো সমালোচনার মুখে পড়ছেন পেইন। সেই তিনিই বরং জানালেন, তাকে উল্টো তিন মিনিট বেশি সময় দিয়েছে দল। আর তাতেই তিনি ব্র্যাডম্যান ও টেইলরের ৩৩৪ রান ছাড়িয়ে করতে পেরেছেন ৩৩৫।
ওয়ার্নারের ভাষায়, ‘আমার এটা নিয়ে (৪০০ রান) ভাবনা ছিল না। আমরা আসলে আগামীকালের আবহাওয়া নিয়ে ভাবছিলাম। চেয়েছিলাম যাতে হাতে যথেষ্ট সময় রাখা যায়। আমাদের পরিকল্পনা ছিল কয়েকটি উইকেট নিয়ে দিন শেষ করার, ছয়টা নিতে পেরেছি। যদি কাল বৃষ্টি হয়, তবে বোলাররা বিশ্রাম নিতে পারবে। শেষ দুইদিনে চেষ্টা করতে পারবে ১৪ উইকেট নেয়ার। তাই আমাদের মোটেই এমন ভাবনা ছিল না যে রেকর্ড বা অন্যকিছু করতে হবে।’
ইনিংস ঘোষণা নিয়ে ওয়ার্নার বলেন, ‘প্রথম আমি ব্যাটিংয়ের সময় স্মিথকে জিজ্ঞেস করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম, তাদের কত ওভার দিলে ভালো হবে? চা বিরতির সময় আমি তাদের জিজ্ঞেস করি, কখন আমরা ইনিংস ঘোষণা করব? তারা বলে, ৫টা ৪০ মিনিটে। আমি বলেছিলাম, ঠিক আছে। আমি শুধু শেষ ওভার পর্যন্ত সময়টা দেখছিলাম (৫টা ৪০)। পেইন আমাকে তারপরও সময় দিয়েছে, যাতে ৩৩৪ পার করতে পারি।’
এমএইচবি