
দুই বার এগিয়ে গিয়েছে ম্যানচেস্টার সিটি, দুই বারই তা শোধও করেছে নিউক্যাসেল ইউনাইটেড। যে কারণে জেতাও হয়নি পেপ গার্দিওয়ালা শিষ্যদের। ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। প্রতিপক্ষের রক্ষণে আক্রমনের ঢেউ তুলেও জয় বঞ্চিত থাকতে হয়েছে ম্যান সিটিকে।
২৩ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর ডেভিড সিলভার পাস থেকে বল পেয়ে প্রথমে সিটিকে এগিয়ে দেন রহীম স্টার্লিং। কিন্তু দুই মিনিট বাদেই আলমিরন বল পাঠান জেত্রো ভিলেমকে উদ্দেশ্য করে। ডাচ ডিফেন্ডার সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরায় নিউক্যাসলকে।
এরপর বিরতির আগে এবং পরে বেশ কিছু আক্রমন চালিয়েও গোল করতে পারেনি সিটি। ৮২ মিনিটে চোখ ধাঁধানো গোল থেকে সিটিজেনদের পুনরায় এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। এবার সিটি ব্যবধানটা ধরে রাখতে পারে মাত্র ৬ মিনিটের জন্য। ৮৮ মিনিটে আতসুর সেট পিস থেকে নেয়া শটে বল পেয়ে সিটিজেনদের জালে জড়িয়ে দেন জোনজো শেলভি। বাকি সময় আর গোল না হলে সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এমএইচবি