
টেস্ট ক্রিকেটে দ্রুত ৭ হাজার রান করে ৭৩ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এতদিন সাদা পোশাকের ক্রিকেটে দ্রুত ৭ হাজার রান করার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড। তার চেয়ে ৫ ইনিংস কম খেলে ৭ হাজার রান পূর্ণ করেন স্মিথ।
১৯৪৬ সালের আগস্টে ওভালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের ১৩১তম ইনিংসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন হ্যামন্ড। তবে অ্যাডিলেডে চলমান দিবারাত্রির টেস্টে ক্যারিয়ারে ১২৬তম ইনিংসে ৫০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান পূর্ণ করেন স্মিথ।
স্মিথের আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুত ৭ হাজার করেছিলেন সাবেক বাঁ হাতি ওপেনার ম্যাথু হেইডেন। ১৪২ ইনিংস খেলে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন হেইডেন।
স্টিভেন স্মিথ ৫০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান পূরণ করলেও বাকি সবার চেয়ে তিনি এগিয়ে আছেন। ৭ হাজারি ক্লাবে থাকাদের মধ্যে স্মিথই একমাত্র ব্যাটসম্যান, যার ব্যাটিং গড় ৬০ এর ঘরে আছে (৬৩.৭৫)। এখানেও তিনি ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডকে পেছনে ফেলেছেন। ১৯৪৭ সালে অবসর নেয়া হ্যামন্ডের ব্যাটিং গড় ছিল ৫৮.৪৫।
আরআইএস