
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মানেই যেন নানা বিতর্ক। চারদিকে ঘিরে থাকে সমালোচনা আর অনিয়মে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসরও বাদ থাকছে না এর থেকে। এবার বিপিএল শুরুর আগেই বদলে গেছে ম্যাচ শুরুর সময়।
আগে দিনের প্রথম ম্যাচ শুরুর সময় ছিল বেলা সাড়ে ১২ টায়। আর পরের ম্যাচ ছিল সন্ধ্যা সাড়ে ৫ টায়। দুটিতেই এসেছে পরিবর্তন। শুক্রবার ছাড়া বাকি ৬ দিনের প্রথম খেলা শুরু হবে দুপুর দেড়টায়। আর পরের মানে সন্ধ্যার খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। আর শুধু জুমার নামাজের কারণে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়। আর পরের খেলা শুরুর সময় করা হয়েছে সন্ধ্যা ৭ টায়।
কিন্তু শেষ পর্যন্ত এই সূচি ঠিক থাকবে কি না সেটা নিয়েও রয়েছে সংশয়। কারণ ঢাকায় খুব বেশি শিশির না থাকলেও চট্টগ্রাম ও সিলেটে এখনই প্রচুর শিশির পড়ছে। বিপিএল শুরু হলে সেটা নিশ্চিতভাবেই বাড়বে।
এমএইচবি