
ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। যেকোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরই মূল আকর্ষন হয়ে উঠেন তিনি। মারকুটে এই ব্যাটসম্যান এখন আর আগের মতো নেই। বয়স হয়েছে, ফর্মটাও নেই আগের মতো। আর এজন্য শিকার হতে হয় নানা ভৎসনার।
দক্ষিণ আফ্রিকার মানজি লীগ শেষে তো অভিমানের সুরে বলেছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনোই পাননি প্রাপ্য সম্মান। ওই দিন তিনিও এটাও বলেন, কীভাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম এলো তাও নাকি জানেন না গেইল। অথচ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের প্রথম ডাকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে নেয় ক্যারিবীয়ান ব্যাটিং দানবকে। তার ওই মন্তব্যের পর শঙ্কা তৈরি হয় গেইলের বিপিএল খেলা নিয়ে।
সোমবার তা কাটিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান। তিনি বলেন, ‘তাঁর বিপিএল খেলা নিয়ে কোন সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশেষ এ বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইল।’
তিনি আরও বলেন, ‘ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিলো না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না। কিন্তু পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’
এমএইচবি