
নেপালের কাঠমান্ডু ও পোখারায় চলমান সাউথ এশিয়ান (এস এ) গেমসে আজ ৬০ কেজি কুমি পুরুষ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশি অ্যাথলেট আল আমিন। এবারের আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন কুমিল্লার ছেলে আল আমিন। তিনি পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন।
আজ আল আমিন কারাতে ডিসিপ্লিনে স্বর্ণ জিতলেও, গেমসের দ্বিতীয় দিনে কারাতের দুটি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে হেরে যান বাংলাদেশের কারাতেকারা। যার ফলে বাংলাদেশ পায় দুটি রৌপ্য। পুরুষ একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তাফা কামাল ও মেয়েদের একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মাউনজেরা বর্ণা রৌপ্যপদক জেতেন।
এর আগে সোমবার (২ ডিসেম্বর) তায়কোয়ান্দোর পুরুষ ইভেন্টে বাংলাদেশকে এবারের আসরে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন দীপু চাকমা।
এখন পর্যন্ত বাংলাদেশের মোট পদক সংখ্যা ১৭টি। এর মধ্যে রয়েছে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ।
আরআইএস