
বছরের প্রথম বর্ষসেরার পুরস্কারটা ঘরে তুলেছিলেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। হয়েছিলেন উয়েফার বর্ষসেরা ফুটবলার। তারপর ফিফার দ্য বেস্ট পুরস্কার ঘরে তুলেছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই চারদিকে আলোচনা আর প্রতীক্ষা কে জিতবেন এবারের ব্যালন ডি অরের পুরস্কার।
সোমবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যা ঘরে তুলেছেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন জিতেছেন তিনি। তবে খুব বেশি বড় ব্যবধানে এই পুরস্কার জিততে পারেননি মেসি,মাত্র ৭ ভোটের ব্যবধানে ভ্যান ডাইককে পেছনে ফেলেছেন তিনি। সাত উপমহাদেশের বাছাইকৃত সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেয়া হয়। যেখানে মেসি ৬৮৬ ভোট পেয়ে এবারের ব্যালন ডি’অর জেতেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভার্জিল ভ্যান ডাইক ৬৭৯ ভোট ও তিনে থাকা ক্রিশ্চিয়ানো পেয়েছেন ৪৭৬টি ভোট।
ইউরোপ
ফন ডাইক - ২৩১
মেসি - ১৯৪
রোনালদো - ১৫১
সাদিও মানে - ৭৪
মোহামেদ সালাহ - ৪৪
এশিয়া
ফন ডাইক - ১৫৫
মেসি - ১৩৪
রোনালদো - ১০০
সাদিও মানে - ৫৪
মোহামেদ সালাহ - ৪০
ওশেনিয়া
মেসি - ২২
ফন ডাইক - ১৪
রোনালদো - ১২
সাদিও মানে - ৭
মোহামেদ সালাহ - ৫
আফ্রিকা
মেসি - ১৮৭
সাদিও মানে - ১৭০
ফন ডাইক - ১৫৪
রোনালদো - ১১১
মোহামেদ সালাহ - ৬৮
দক্ষিণ আমেরিকা
মেসি - ৪৭
ফন ডাইক - ৩৯
রোনালদো - ৩৪
সাদিও মানে - ১০
এমবাপে - ৯
উত্তর আমেরিকা
মেসি - ১০২
ফন ডাইক - ৮৬
রোনালদো - ৬৮
সাদিও মানে - ৩২
অ্যালিসন - ১৮
এমএইচবি