
দলগত ইভেন্টে এখনো কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। রোববার ভুটানের বিপক্ষে হারে এসএ গেমস শুরু করেছে ফুটবল দল, সেমিফাইনালে গিয়ে ভলিবলে শ্রীলঙ্কার কাছেও হেরেছে বাংলাদেশ। তবে এবার সেই শ্রীলঙ্কাকেই ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এসএ গেমস মিশন শুরু করেছে নারী ক্রিকেট দল।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল লঙ্কান নারীদের। মাত্র দুই উইকেট হারিয়ে ৮৬ রান তুলে ফেলে তারা। কিন্তু এরপর বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১২২ রান তুল লঙ্কান নারীরা।
ওপেনার উমেশা থিমাশিনি খেলেন ম্যাচের সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৫ চার ও ৪ ছয়ের মারে ৪৯ বলে এ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক হারশিতা মাধবী ৩০ বলে ৩৩ রান করেন। তাদের ইনিংস থামে ৬ উইকেটে ১২২ রানে। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৪ উইকেট পান নাহিদা আক্তার, পেসার জাহানারা পান ১ উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৩ রানে ওপেনার মুর্শিদার উইকেট হারায় টাইগ্রেসরা। তবে এরপর আর খুব একটা বেগ পেতে হয়নি। তিন নম্বরে নেমে ৮ চারের মারে ৪৫ বলে সানজিদা ইসলামের অপরাজিত ৫১ রান ও আয়েশা রহমানের ৩৫ বলে ২৯ রানে ৯ বল বাকি থাকতেই সাত উইকেটের জয় পায় বাংলাদেশ।
এমএইচবি