
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসরের জমকালো উদ্বোধনের কথা জানা সবারই। যেখানে মূল আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন বলিউডের অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সর্বনিম্ন ১ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে এই অনুষ্ঠানের টিকেট।
রোববার সকাল সাড়ে ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছাবেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। দু’জনই একসঙ্গে একই বিমানে আসছেন ঢাকায়। বিকাল ৪টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সূচি অনুযায়ীই বিপিএল উদ্বোধন মাতাতে মঞ্চে উঠবেন সালমান আর ক্যাটরিনা।
সালমান-ক্যাটরিনা রোববার সকালে ঢাকা আসলেও আজ (শনিবার) দুপুরেই পৌঁছে গেছেন বলিউডের সঙ্গীতশিল্পী কৈলাস খের। আগামীকাল দুপুর সোয়া দুইটায় ঢাকায় এসে পৌঁছাবেন আরেক সঙ্গীতশিল্পী সনু নিগম।
এমএইচবি