
মাস,সপ্তাহ পেরিয়ে বিপিএলের সময়ের কাটা এখন দাঁড়িয়েছে ঘণ্টায়। মিরপুরে শুরু হয়ে গেছে পুরোদমের অনুশীলনও। যেখানে ঘাম ঝড়াচ্ছেন দেশি-বিদেশি তারকারা। তবে তার আগে যার নামে এবারের বিপিএল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গেছেন ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা।
ঘুরে দেখলেন সমগ্র বাড়ি। জাতির পিতা ও তাঁর পরিবারের স্মৃতি প্রত্যক্ষ করলেন। যেখানে সাজিয়ে রাখা হয়েছে বঙ্গবন্ধুর সব স্মৃতি। সঙ্গে ভয়াল ১৫ আগষ্টের বর্বরতাও। সেসব দেখে ক্রিকেটারদের অনেকেই হয়ে পড়েন আবেগ তাড়িত।
আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা প্লাটুনসের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে তামিম ইকবালসহ অন্যান্য খেলোয়াড়রা আজ সোমবার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে।