• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ১০:৫২ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ১০:৫৪ এএম

যত টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকেট

যত টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকেট

বিপিএলে প্রতি বছরই থাকে দর্শক খড়া। এর অন্যতম প্রধান কারণ হিসেবে দেখানো হয় টিকেটের চড়া মূল্য। পরবর্তীতে অবশ্য সে দাম কমিয়েও নেয় বিসিবি। এবার বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলের সপ্তম আসরের টিকেটের দাম ঘোষণা করা হয়েছে। 

এবারের বিপিএলে সাধারণ গ্যালারির টিকেটের প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এই এক টিকেটেই দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য টিকেটের দাম পড়ছে ১০০ টাকা করে।

এছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড এর প্রতি আসনের প্রবেশ মূল্য ২০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ক্লাব হাউজের প্রবেশ মূল্য ৫০০ টাকা। এছাড়া মাঠের উত্তর ও দক্ষিণ ইনক্লোজারের প্রতি টিকিটের মূল্য ৩০০ টাকা করে।

এমএইচবি

আরও পড়ুন