
ঘরোয়া লীগে এর আগেও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মোসাদ্দেক হোসেনের। তবে বিপিএলে আগের ছয় আসরের কোনো বারই নেতৃত্বে দেখা যায়নি এই অলরাউন্ডার। তবে এবার সিলেট থান্ডার্সের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিলেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মোসাদ্দেক হোসেনের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভ্যারিফাইড পেজে এই তথ্য জানিয়েছে থান্ডার্স কতৃপক্ষ।
সিলেট থান্ডার স্কোয়াডঃ
দেশি- মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাইম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন।
বিদেশি- শেরফানে রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, মোহাম্মদ সামি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি।