
গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়েছিল আগেই। তবুও গালাতাসারাইয়ের বিপক্ষে গোল উৎসবে মাতলো প্যারিস সেইন্ট জার্মেই। তারকায় ঠাসা আক্রমনভাগের প্রায় সবাই পেয়েছেন গোল। ঘরের মাঠে প্রতিপক্ষকে উড়িয়েই চ্যাম্পিয়ন্স লীগের নক-আউট পর্বে পৌঁছেছে টমাস টুখেল শিষ্যরা।
গালাতাসারাইয়ের মাঠে প্রথম দেখায় ১-০ গোলে জিতেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। এই ম্যাচে স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া, নেইমার, এমবাপে ও এডিনসন কাভানি।
গালাতাসারাইকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ রিয়াল। ব্রুজের পয়েন্ট ৩, গালাতাসারাইয়ের ২।
এদিকে রাতের আরেক ম্যাচে টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে একটি করে গোল করেন কিংসলে কোমান, থমাস মুলার আর ফিলিপ কুতিনহো। টটেনহ্যামের একমাত্র গোলটি করেন রায়ান সেসেগনন। ছয় ম্যাচের সবকটিতে জেতা বায়ার্নের পয়েন্ট ১৮। গ্রুপ রানার্সআপ টটেনহ্যামের পয়েন্ট ১০।
এমএইচবি