
মোহাম্মদ সালাহর জোড়া লক্ষভেদে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগে অপ্রতিরোধ্য হয়ে উঠে নিজেদের শীর্ষস্থানকে আগেই পোক্ত করা লিভারপুল।
শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচের ৩৮ মিনিটে সাদিও মানের দ্রুত বাড়ানো বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে অলরেডদের এগিয়ে দেন সালাহ।
ম্যাচের শেষ মিনিটে দিভোক ওরিগির পাসে বল পেয়ে আবারো বল জালে পাঠান সালাহ। রেফারি ভিএআর প্রযুক্তির সাহায্য নেয়ার পর নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ডের গোল।
১৭ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা লেস্তার সিটি ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে না থাকলেও নিজেদের পারফরম্যান্সে তারা সন্তুষ্ট। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।
আরআইএস