
ইংলিশ প্রিমিয়ার লীগে এবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এফসি বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলে হেরেছে চেলসি। এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পেল ব্লুরা।
শনিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। খেলার ৮৪ মিনিটে ডি বক্সের ভেতর থেকে দান পায়ের শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান ড্যান গসলিং। প্রথমে গোলের বাঁশি বাজাননি রেফারি। ভিএআরের সহায়তায় তিনি গোলের সংকেত দিলে জয়ের স্বাদ পায় বোর্নমাউথ।
আরেক ম্যাচে ঘরের মাঠে নরিচের বিপক্ষে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
১৭ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি শিরোপা দৌড়ে না থাকলেও নিজেদের পারফরম্যান্সে তারা সন্তুষ্ট। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার চারে চেলসি।
আরআইএস