
রিয়াল সোসিয়েদাদের মাঠে তাদের বিপক্ষে ২-২ ড্র করে এল ক্লাসিকোর আগে নিজেদের ঝালাইটা ঠিকঠাকভাবে করতে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পরের দিনই তাই এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু তারা উল্টো ভালেন্সিয়ার বিপক্ষে হারতে বসেছিল। শেষ মুহূর্তের লক্ষ্যভেদে ১-১ ড্র নিয়ে রিয়াল মাঠ ছাড়তে পারলেও পয়েন্ট টেবিলে আর উপরে উঠতে পারেনি।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হলুদ কার্ড দেখলেই এল ক্লাসিকোর মিস করার শঙ্কায় থাকা কাসেমিরোকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে একাদশেই রাখেননি জিদান। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের অভাবটা রিয়ালকে বেশ ভুগিয়েছে।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর ৭৮ মিনিটের মাথায় ড্যানিয়েল ওয়াসের মাইনাস থেকে বল পেয়ে রিয়ালের কোন খেলোয়াড়ের চ্যালেঞ্জ না জানানোর সুযোগ কাজে লাগিয়ে স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলার ডান পায়ের শটে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন।
হারের মুখে পড়তে যাওয়া লস ব্লাঙ্কোসরা ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে এসে রেফারির বাঁশি বাজানোর একেবারে পূর্ব মুহূর্তে গ্যারেথ বেলের নেয়া বাঁকানো কর্নার কিক থেকে হেড করেন গোলপোস্ট ছেড়ে উঠে আসা রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার হেড রুখে দেন ভালেন্সিয়া গোলরক্ষক। তবে জটলার মধ্যে ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে রিয়ালকে হার থেকে রক্ষা করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। ফলে গোলদাতার তালিকায় মেসির সমান ১২ গোল করে
আবারও শীর্ষে ফিরলেন বেনজেমা।
১৬ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ৩৫। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থেকেই আগামী বুধবারের ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে কাতালানরা। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।
আরআইএস