• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ১০:৩২ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৬, ২০১৯, ১০:৩৭ এএম

জিতেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি জুভেন্টাস

জিতেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি জুভেন্টাস

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে উদিনেসকে ৩-১ গোলে হারিয়ে সিরি এ' তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল জুভেন্টাস। কিন্তু তা কয়েক ঘণ্টার জন্য স্থায়ী হয়। কারণ আরেক ম্যাচে ফিওরেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে আবারো শীর্ষস্থান ফিরে পেয়েছে ইন্টার মিলান।

রোববার (১৫ ডিসেম্বর) আলিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটেই গোলের দেখা পান সিআর সেভেন। প্রতিপক্ষের পা ঘুরে বল পেয়ে পর্তুগিজ ফরোয়ার্ড ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে টানা চতুর্থ ম্যাচে জালের দেখা পান। 

৩৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনের বাড়ানোর বল আদায় করে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এই নিয়ে সিরি এ' তে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের মোট গোল সংখ্যা হলো ৯টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল এখন ১১টি।

বিরতির আগে ৪৫ মিনিটের সময় কর্নার কিক থেকে বল পেয়ে মেরিহ ডেমিরালের হেড পাসে বল পেয়ে মাথা ছুঁইয়ে দলকে ৩-০ গোলের এগিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার লেওনার্দো বেনুচ্চি। 

হ্যাটট্রিক পূরণের দুটি ভালো সুযোগ পেয়েছিলেন রোনালদো। ৮৩তম মিনিটে তার শট গোলরক্ষক পাঞ্চ করে ফেরানোর দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তার আরেকটি শট পোস্টে বাধা পায়।

ম্যাচে শেষের খানিক আগে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে উদিনেসের সান্ত্বনাসূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ইগনাসিও পুসেত্তো।

১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে সমান ৩৯ পয়েন্ট পেয়েছে ইন্টার মিলান ও জুভেন্টাস। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে সবার উপরে ইন্টার মিলান।  

আরআইএস 
 

আরও পড়ুন