
বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের তালিকা করলে সেখানে উপরের দিকেই থাকবে লিটন দাসের নাম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেই সামর্থ্যের জানান খুব কমই দিতে পেরেছেন তিনি। এরমধ্যেই ভারতের বিপক্ষে ইডেন টেস্টে ডালপালা মেলে নতুন এক গুজব।
চোখের সমস্যার কারণে নাকি গোলাপি বল দেখছেন না লিটন দাস। সে খবর ফলাও করে প্রচার করা হয় ভারতীয় মিডিয়াতে। অথচ ওই টেস্টে প্রথম ইনিংসে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করে রিটায়ার্ড হার্ট হন লিটন। তাই তো গোলাপি বল দেখা নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্ত লিটন।
তিনি বলেন, ‘নির্ভর করছে আপনাদের উপর আপনারা কীভাবে নিচ্ছেন। বল যদি দেখতেই সমস্যা হত আমি প্রথম বল থেকেই খেলতে পারতাম না। এটা আমার কাছে ফ্যাক্টর না যে অন্যরা কীভাবে নিচ্ছে।’
সাংবাদিকদের ভুল তথ্য সাধারন মানুষের মনে সংশ্লিষ্ট ক্রিকেটার সম্পর্কে দেয় ভুল বার্তা এমনটা উল্লেখ করে ডানহাতি এই ব্যাটসম্যান যোগ করেন, ‘ আর আপনাদের একটা নিউজ, ভারতীয় একটা নিউজ কিন্তু অনেকজন দেখে। বাংলাদেশি মিডিয়াকে অনেকে ফলো করে, যারা গ্রামে থাকে তারা চিন্তা করতে পারে লিটন মনে হয় কালার ব্লাইন্ড। তো নির্ভর করছে আপনাদের উপর, আপনারা যেভাবে নিউজ দিবেন, ওইভাবেই হবে।’
এদিকে ইডেন টেস্টে মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়ার অনুভূতি জানাতে গিয়ে লিটন জানান, ‘আমাকে প্রথমে সিটি স্ক্যান করতে পাঠিয়েছে, উনারা রিস্ক নিতে চায়নি। এছাড়া আমার ওই অবস্থা ছিলনা যে আমি উঠে গিয়ে ব্যাট করবো। ম্যাচে খেলেও কাভার করতে পারিনি তাই খারাপ লাগছিল। এরপর কয়েকদিন আমি রেস্টে ছিলাম। মানসিকভাবে কোন প্রেসার ছিলনা। মাথায় বল লাগলে হয় কি মাথা ব্যাথা করা, ভারী লাগা এগুলো আমি অনুভব করেছিলাম।’
এমএইচবি