• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯, ০৯:৩৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৭, ২০১৯, ০৯:৩৩ এএম

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ৬ নতুন মুখ 

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ৬ নতুন মুখ 
টেস্ট অভিষেকের অপেক্ষায় রাসি ভ্যান্ড ডার ডুসেন। ফটো : গেটি ইমেজ

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। 

আপাতত হেড কোচ বাউচারের সামনে একটা মোটামুটি বিধ্বস্ত দলকে আবার দাঁড় করানোর চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জের প্রথম দফায় এই নতুনদের ডেকে পাঠানো।প্রথম ডাক পাওয়া ছয় ক্রিকেটার  হলেন- পেসার বিউর‍্যান হেন্ডরিকস ও ড্যান প্যাটারসন, ওপেনার পিটার মালা, অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস, উইকেটকিপার-ব্যাটসম্যান রুডি সেকেন্ড ও মিডল অর্ডার ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডুসেন। 

স্কোয়াডে আছেন ওপেনিং ব্যাটসম্যান এইডেন মার্করাম। ভারত সফরে কব্জিতে ছিড় ধরা পড়ায় তিনি বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। হ্যমস্ট্রিং ইনজুরিতে থাকা লুঙ্গি এনগিডি দলে জায়গা পাননি। ভারত সফরের স্কোয়াডে থাকা দুই স্পিনার ড্যান পিইট ও সেনুরান মুথুস্যামি বাদ পড়েছেন। ফলে একমাত্র স্পিনার হিসেবে আছেন কেশব মহারাজ। বাদ পড়েছেন ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইন ও অলরাউন্ডার আন্দিলে ফেলুকাওয়াও।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরেন হেন্ডরিকস, কেশব মহারাজ, পিটার মালান, এইডেন মার্করাম, জুবায়ের হামজা, এনরিখ নর্টজে, ড্যান প্যাটারসন, আন্দিলে ফেলুকাওয়াও, ভারনন ফিল্যান্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রুডি সেকেন্ড, রাসি ভ্যান্ড ডার ডুসেন। 

আরআইএস  
 

আরও পড়ুন