
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রটি নিশ্চিতভাবেই সাকিব আল হাসান। দেশ ও দেশের বাইরে লাল-সবুজের পতাকা বারবার উড়িয়েছেন এই ক্রিকেটার, সঙ্গে কুড়িয়েছেন সাফল্যেও। তবে সাকিবের এই সবকিছুর গোড়াপত্তন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
এই প্রতিষ্ঠান থেকেই দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকার মতো আবির্ভাব হয়েছিল সাকিবের। তিনিও বিভিন্ন সময়ে বিকেএসপির প্রতি জানিয়েছেন নিজের কৃতজ্ঞতার কথা। এবার সেই প্রতিষ্ঠানের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন সাকিব।
এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক হকি তারকা মামুন-উর রশিদকে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক হকি খেলোয়াড় ও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা টুটুল কুমার নাগ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও সাবেক বক্সার মেজর ইসরাফিল আলম। ১০ মাস এই দায়িত্ব পালন করবেন তারা।
এমএইচবি