• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯, ০২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৭, ২০১৯, ০২:৩৫ পিএম

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে লাবুসচাগনে, ৭ ক্রিকেটার বাদ

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে লাবুসচাগনে, ৭ ক্রিকেটার বাদ
রঙিন পোশাকে মাঠে নামার অপেক্ষায় আছেন মার্নাস লাবুসচাগনে। ফটো : সংগৃহীত

আগামী জানুয়ারি মাসে ভারত সফরকে সামনে রেখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা ৭ ক্রিকেটার দলে জায়গা পাননি। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দলে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। 

ওয়ানডে সিরিজের এই দলে জায়গা পাননি গ্লেন ম্যাক্সওয়েল। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন এই মারকুটে ব্যাটসম্যান। তবে তার ফর্ম নিয়ে ঠিক নিশ্চিত নন নির্বাচকেরা। ম্যাক্সওয়েল ছাড়াও বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টইনিস, ব্যাটসম্যান উসমান খাজা ও শন মার্শ, বোলার নাথান লিওন ও নাথান কাল্টার নাইল। 

প্রথমবারের মতো রঙিন পোশাকে মাঠে নামার অপেক্ষায় আছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো মার্নাস লাবুসচাগনে। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান ভারত সফরের অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছেন। ওয়ানডেতে লাবুশেনের ডাক পাওয়ায় বড় ভূমিকা রেখেছে সদ্য সমাপ্ত ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় তার পারফরম্যান্স। ৬ ম্যাচে ৬০.৬৬ গড় ও ১০০.৫৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৬৪ রান। যৌথভাবে মনোনীত হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। 

ইনজুরির কারণে বাদ পড়েছেন জেসন বেহেরেনফোর্ড। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন কাল্টার-নাইল। কিন্তু তিনি জায়গা ছেড়ে দিয়েছেন জশ হ্যাজেলউডকে। চোটের কারণে বিশ্বকাপে ছিলেন না হ্যাজেলউড। স্পিন আক্রমণে অ্যাডাম জ্যাম্পার সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ জানুয়ারি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১৭ জানুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচটি। আর ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরআইএস 
 

আরও পড়ুন