
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা রংপুর রেঞ্জার্সের জন্য দুঃসংবাদ; দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
জানা গেছে, অনুশীলনের সময় ডানহাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পান জাকির। আর তাতেই এই ক্রিকেটারের বিপিএলের চলতি আসরে আর খেলা হচ্ছে না। তাই জাকিরের বদলে রংপুর আল-আমিন জুনিয়রক দলে নিয়েছে। এই ব্যাটিং অলরাউন্ডার গত আসরে সাবেক ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্সের জার্সিতে খেলেছিলেন।
রংপুরের অবশ্য আরও দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যান আছেন- মোহাম্মদ শেহজাদ ও জহুরুল ইসলাম অমি। এখন পর্যন্ত রেঞ্জার্সদের উইকেটের পেছনে সামাল দিচ্ছেন শেহজাদ।
একইসঙ্গে আরেক ক্রিকেটার মুকিদুল ইসলাম মুগ্ধকে দলে নিয়েছে রংপুর রেঞ্জার্স। দেশি কোটায় একজন খেলোয়াড়ের স্থান ফাঁকা থাকায় এই পেসারকে দলে ভেড়ানো হয়েছে।
আরআইএস