• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯, ১১:১৪ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৮, ২০১৯, ১১:১৯ এএম

উইকেট ছিল ব্যাটিং সহায়ক, রানা কেবল কাজে লাগিয়েছেন নিজের শক্তির জায়গা

উইকেট ছিল ব্যাটিং সহায়ক, রানা কেবল কাজে লাগিয়েছেন নিজের শক্তির জায়গা
মেহেদি হাসান রানা।

বহুদিন ধরেই আছেন জাতীয় দলের আশে পাশের দলগুলোতে। স্কোয়াডে নিয়মিত সুযোগ পেলেও, একাদশে সুযোগ পেয়েছেন কমই। বিপিএলের তিন ম্যাচেই সুযোগ পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশে। তার মধ্যে ঘরের মাঠের প্রথম ম্যাচটাতেই নিজের জাত চিনিয়েছেন চাঁদপুরের এই তরুন পেসার। আশা দেখাচ্ছেন ভবিষ্যতের পেস কান্ডারি হওয়ার। 

সিলেট থান্ডার্সের বিপক্ষে ম্যাচে একাই নিয়েছেন চার উইকেট। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৩ রান। তার চেয়েও ভয়াবহ বোলিং করেছেন প্রথম দুই ওভার, উইকেট মেইডেনসহ পেয়েছেন দুই উইকেট। রানার এমন দুর্ধর্ষ বোলিংয়েই সিলেট থমকে গেছে মাত্র ১২৯ রানে। প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া মেহেদি হাসান রানাকে সংবাদ সম্মেলনেও দেখালো আনকোরা, ফুটে উঠছিল তার আনন্দ। 

আগের ম্যাচেই রান বন্যা হয়েছে যে উইকেটে সেখানে কীভাবে বল হাতে সফল হলেন রানা? অল্প কথায় তার জবাব,  ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল, আমি চেষ্টা করেছি আমার শক্তি অনুযায়ী বল করার। রাতে উইকেটে একটু ময়েশ্চার থাকে। আমি চিন্তা করেছি সেটাকে কাজে লাগাতে। সফলও হয়েছি।’

একটা সময় মনে হচ্ছিলে চট্টগ্রাম বুঝি হেরেই যাবে ম্যাচটা। তবে নুরুল হাসান সোহানের দৃঢ়তায় আর তা হয়নি। তখন ডাগ আউটে কী কথা হচ্ছিলো? রানাদের উপরও তখন ভর করেছিল খানিক শঙ্কা, ‘তখন একটু খারাপ লাগছিল আমি প্রথমবার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছি। এর আগেও এমন সুযোগ এসেছিল, কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় সম্ভব হয়নি।’

এমএইচবি

আরও পড়ুন