
অবশেষে খুঁজে পাওয়া গেছে বিপিএলের সম্প্রচার কাজে থাকা হারিয়ে যাওয়া সেই ড্রোন। ফ্লাডলাইটে আটকে ছিল এটি, যা খুঁজে পাওয়া গেছে বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যেকার ম্যাচের সময়। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনে মাঠ থেকে উধাও হয়ে যায় ড্রোনটি।
রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্সের মধ্যেকার ম্যাচ চলাকালীন সময়ে ড্রোন দিয়ে পুরো মাঠের নানান শট নিচ্ছিলেন কানাডিয়ান ড্রোন নিয়ন্ত্রণকারী ক্রিস ফিকরেট। বিপিএলের জন্য যে দুটি ড্রোন আনা হয়েছে তার মালিকও তিনি। কিন্তু হঠাৎই চার্জ শেষ হয়ে মাটিতে পড়ে যায় ড্রোন, চলে যায় তার নিয়ন্ত্রনের বাইরে। পূর্ব গ্যালারির পেছন দিক থেকে ড্রোনের অংশবিশেষ পাওয়া যায় মঙ্গলবারই।
বিকেল গড়িয়ে রাত, রাত পেরিয়ে সকাল হলেও তাতেও সন্ধান মেলেনি ড্রোন ক্যামেরার। অবশেষে আজ দিনের প্রথম ম্যাচ চলাকালীন সন্ধান পাওয়া যায়। উড়ানোর পর ফ্লাড লাইটে আঁটকে যায় ড্রোন ক্যামেরা। ম্যাচ চলাকালীন টিভি পর্দায় ভেসে উঠে, ড্রোন ক্যামেরা নামিয়ে আনার দৃশ্যটি।
জানা যায়, ফ্লাড লাইটে আঁটকে যাবার পর ব্যাটারি খুলে যাওয়ায় সেটির সিগন্যাল বন্ধ হয়ে যায়। এ জন্যই সন্ধান মিলছিল না ড্রোন ক্যামেরাটির।
এমএইচবি