• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯, ০৩:২৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৮, ২০১৯, ০৩:২৫ পিএম

শেহজাদ ঝড়ে রংপুরের সংগ্রহ ১৮১ রান

শেহজাদ ঝড়ে রংপুরের সংগ্রহ ১৮১ রান
সংগৃহীত ছবি

দীর্ঘদেহি শরীর তার। গড়নটা এমন নড়তে চড়তে হওয়ার কথা সমস্যা। অথচ এমন পেট নিয়েই ক্রিকেটটা দিব্যি চালিয়ে যাচ্ছেন আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। কেবল খেলছেনই না, তার দাপটে ছিন্ন ভিন্ন হচ্ছেন প্রতিপক্ষের বোলাররাও। 

আরও একবার নিজের সেই সামর্থ্যের প্রমান দিলেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। বিপিএলে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের  প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২১ বলে ফিফটি তুলে নিয়েছেন শেহজাদ। তার এই ঝড়েই কুমিল্লার সামনে ১৮২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উড়ন্ত শুরু করেন দুই ওপেনার শেহজাদ ও নাঈম শেখ। ১০ বলে ৮ রান করে নাঈম ফেরত গেলেও ২৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬১ রান করে আউট হন শেহজাদ। আফগান ওপেনার ফেরত যাওয়ার পর টম এবিল ২৫ ও অধিনায়ক মোহাম্মদ নবী ২৬ রান করলে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করে রংপুর। কুমিল্লার পক্ষে মুজিবুর রহমান ২, সানজামুল ইসলাম, আল আমিন হোসেন ও সৌম্য সরকার পান একটি করে উইকেট। 

এমএইচবি

আরও পড়ুন