• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৮, ২০১৯, ০৪:৩৪ পিএম

জাতীয় দলের বোলিং কোচ হতে আগ্রহী সুজন

জাতীয় দলের বোলিং কোচ হতে আগ্রহী সুজন

অনেকটা হঠাৎই দায়িত্ব ছেড়ে চলে গেছেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের দায়িত্ব নেবেন তিনি। স্বাভাকিভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন খুঁজবে নতুন কোন পেস বোলিং কোচ। সুযোগ পেলে তা হতে রাজি বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।  

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সুযোগ পেলে তো সবাই আগ্রহী হবে। আমার পেশা তো কোচিং, এখানে আগ্রহের ব্যাপার অবশ্যই আছে। এর আগেও দুইবার আমি বাংলাদেশের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছি। বলাই ছিল যে, একটা নির্দিষ্ট সময়সীমার জন্য। তারপরও ধরেন যখন বাদ পড়ি, রেজাল্ট খারাপ হয় তখন খারাপ লাগে। আমি এর আগেও বলেছিলাম, হয়ত লংটার্মের জন্য করলে ভালো। শর্টটার্মের জন্য একটা ট্যুরে দলটাকে গোছানো কঠিন।’

এ সময় জাতীয় দলের ক্রিকেটারদের স্থানীয় কোচেদের ব্যাপারে দৃষ্টিভঙ্গির বিষয়ে আলোকপাত করে সুজন আরও বলেন, ‘আমার দর্শন এবং অন্য কোচের দর্শন কিন্তু এক হবে না। প্রত্যেকটা কোচেরই ভিন্ন ভিন্ন দর্শন থাকে। তো ওটা নিয়ে কাজ করতে গেলে সময় লাগে। আপনাকে একটা টিমকে..., কারণ বাংলাদেশ টিমকে আমি খুব কাছ থেকে দেখি, ছেলেদের ভেতরটা জানি। খেলোয়াড়দের কাছেও কোচ হিসেবে আমাদের কতটা গ্রহণযোগ্যতা আছে স্থানীয়দের ব্যাপারে, বিদেশি কোচ আসলে একটা এক্সাইটমেন্ট থাকে সেটিও একটা ব্যাপার।’

এমএইচবি

আরও পড়ুন