
পদত্যাগ পত্র জমা দিয়েছেন আগেই। এবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানালো বাংলাদেশের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট আর থাকছেন না দায়িত্বে। সেটা যে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেয়ার জন্যই সেটাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।
চলতি বছরের জুলাইতে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেন ল্যাঙ্গাভেল্ট। মাত্র পাঁচ মাসের মধ্যেই বাংলাদেশকে বিদায় বলছেন এই প্রোটিয়া। মূলত দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের অনুরোধেই বিসিবি তাকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী।
তিনি বলেন,‘আমি নিশ্চিত করতে চাই যে, আমরা (বিসিবি) দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের (সিএসএ) কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র পাই, তাকে (ল্যাঙ্গাভেল্ট) ছেড়ে দেয়ার জন্য। সিএসএ’র সঙ্গে আমাদের যে শক্তিশালী ক্রিকেটিং সম্পর্ক রয়েছে, আমরা সেটাকে মূল্যায়ন করতে চাই। একই সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার একজন আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন এবং নিজ দেশের বোলিং কোচ হিসেবেও কাজ করতে আগ্রহী। তার এ বিষয়টাও বিবেচনায় এনেছি। এ কারণেই বিসিবি এই মুহূর্ত থেকে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এমএইচবি