
চলতি দশকের শেষ এল এল ক্লাসিকো নিয়ে দর্শকদের মাঝে ছিল বাড়তি উন্মাদনা। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার এল ক্ল্যাসিকো গত ২৬ অক্টোবর হওয়ার কথা থাকলেও কাতালুনিয়া স্বাধীনতা সংগ্রাম এবং আন্দোলনের কারণে লা লিগা কর্তৃপক্ষ তা পিছিয়ে দেয়ায় এই ম্যাচ নিয়ে কৌতূহল যেন আকাশচুম্বি হয়ে গিয়েছিল।
তবে দর্শকদের সেই বাড়তি উন্মাদনা ও কৌতূহলে এবার পানি ঢেলে দিয়েছে রিয়াল-বার্সা ম্যাচ। বেশকিছু ভালো সুযোগ পেয়েও দুই দল তা কাজে লাগাতে না পারায় ১৭ বছর পর গোলহীন এল ক্লাসিকোর সাক্ষী হলো ন্যু ক্যাম্প। ২০০২ সালের ২৩ নভেম্বর সর্বশেষ গোলহীন এল ক্লাসিকোর দেখা মিলেছিল।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচের ১৭ মিনিটেই লিড নিতে পারতো রিয়াল। কাসেমিরোর হেড মার্ক-আন্দ্রে টের স্টেগানকে পরাস্ত করলেও গোললাইন থেকে দুর্দান্ত ক্লিয়ারেন্সে বল ফিরিয়ে দেন জেরার্ড পিকে।
২৫ মিনিটে করিম বেনজেমার শট পা দিয়ে ঠেকিয়ে দেন টের স্টেগেন। খানিক পর বার্সা গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে কাসেমিরোর দূরপাল্লার শট প্রতিহত করেন।
এর ৬ মিনিট পর রিয়ালকে রক্ষা করেন রামোস। তাদের ডি বক্সে জটলায় বল পেয়ে শট নিয়েছিলেন লিওনেল মেসি। তার শট রুখে দেন রামোস। ৪৩ মিনিটে মেসির বুলেট গতির শট গোললাইনের সামনে থেকে আবারো ফিরিয়ে দেন নিজের ৪৩তম এল ক্লাসিকো খেলতে নামা রামোস।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে মেসি গোল দিলে লিড পেতো কাতালানরা। গ্রিজম্যানকে বল বাড়িয়ে দিয়ে কার্বাহালকে ফাঁকি দেন মেসি। বল পেয়ে সেটা ফের মেসির দিকে ঠেলে দেন গ্রিজম্যান।
৭০ মিনিট পর গ্যারেথ বেল একবার বল জালে জড়িয়ে ন্যু ক্যাম্পে পিন পতন নীরবতার পরিবেশ সৃষ্টি করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে পড়ায় বেলের গোল বাতিল হয়ে যায়। আর তাতে করে গোলশূন্যভাবে শেষ হয় এল ক্লাসিকো।
চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্লাব রেকর্ড টানা ৭ ম্যাচ অপরাজিত রইলো বার্সেলোনা। পেপ গার্দিওলার দলের রেকর্ড স্পর্শ করলো আর্নেস্তো ভালভার্দের দল।
১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে আছে দল রিয়াল মাদ্রিদ।
আরআইএস