
কোলচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় ৩-০ গোলের জয়ে কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আরেক ম্যাচে অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে ম্যানইউয়ের প্রতিপক্ষ তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে ওলে গানার সোলসকায়েরের দল। ১০ মিনিটের মধ্যেই তারা ৩ গোলের দেখা পেয়ে যায়।
খেলার ৫১ মিনিটে নেমাঞ্জা মাতিচের বাড়ানো বল পেয়ে ডি বক্সের ভেতরে ডান পায়ের শটে গোল করে রেড ডেভিলদের এগিয়ে নেন মার্কাস রাশফোর্ড। পাঁচ মিনিট পর রায়ান জ্যাকসনের আত্মঘাতী গোলে দুই গোলের লিড পায় স্বাগতিকরা।
ম্যাচের ৬১ মিনিটের মাথায় রাশফোর্ডের পাসে বল পেয়ে ডি বক্সের একদম কাছ থেকে অ্যান্থনি মার্শাল ডান পায়ের কিকে বল জালে জড়িয়ে কোলচেস্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এদিকে, অক্সফোর্ড ইউনাইটেডের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২২ মিনিটে ফিল ফডেনের পাসে বল পেয়ে ডান পায়ের কিকে ম্যানসিটিকে এগিয়ে দেন জোয়াও ক্যানসেলো। বিরতির পর ম্যাচে সমতা ফেরান মাত্তে টেইলর।
চার মিনিট পর অ্যাঞ্জেলিওর ক্রসে বল আদায় করে ডান পায়ের লক্ষ্যভেদে পেপ গার্দিওলার দলকে আবারো লিড এনে দেন রাহিম স্টার্লিং। এরপর ৭০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের পাসে বল নিয়ে রাহিম স্টার্লিং নিজের দ্বিতীয় গোল করলে সিটির জয় নিশ্চিত হয়ে যায়।
আরেক ম্যাচে এভারটনের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে শেষ চারের টিকেট নিশ্চিত করেছে লেস্টার সিটি। এই দুই দলের খেলা নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। সেমিতে লেস্টারের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।
আরআইএস