• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ১১:৩৬ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ১১:৩৬ এএম

শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ ফাইনালে লিভারপুল

শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ ফাইনালে লিভারপুল
জয়সূচক গোল করার পর উল্লাসিত রবের্তো ফিরমিনো। ফটো : টুইটার

রবের্তো ফিরমিনোর শেষ মুহূর্তের লক্ষ্যভেদে মনটেরিকে ২-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিভারপুল। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে অলরেডরা। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ম্যাচে সুস্থতার কারণে খেলতে পারেননি অলরেডদের রক্ষণের মূল ভরসা ভার্জিল ফন ডাইক। শুরুর একাদশে ছিলেন না রবের্তো ফিরমিনো, সাদিও মানে, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডরা। 

ম্যাচের ১১ মিনিটে মোহাম্মদ সালাহর বাড়ানো বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোল করে লিভারপুলকে লিড এনে দেন নাবি কেইতা। যদিও ৩ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি জুর্গেন ক্লপের দল। রগেলিও ফুনেস মোরির বাঁ পায়ের কিকে বল জালে জড়ালে সমতায় ফেরে মনটেরি। 

গোটা ম্যাচে নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে ছাড়া চেনা ছন্দে দেখা যায়নি লিভারপুলকে। বিরতির আগে পর বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে রক্ষা করেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। বিরতির পর ৬২ মিনিটে দিভোক ওরিগি বল জালে জড়ালেও অফ সাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ের প্রথম মিনিটে বদলি নামা অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের কিকে বল জালের ঠিকানায় পাঠিয়ে লিভারপুলকে ফাইনালে তোলেন আরেক বদলি খেলোয়াড় রবের্তো ফিরমিনো। 

আগামী ২১ ডিসেম্বর ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। এর আগে ২০০৫ সালে তারা ফাইনালে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর কাছে হেরেছিল।

আরআইএস 

আরও পড়ুন