• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ১২:১০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ১২:১০ পিএম

রোনালদো-দিবালার গোলে শীর্ষে জুভেন্টাস 

রোনালদো-দিবালার গোলে শীর্ষে জুভেন্টাস 
সাম্পদোরিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জুভেন্টাস। ফটো : টুইটার

সিরি এ'তে টানা পঞ্চম ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তার সঙ্গে বল জালে জড়িয়েছেন পাওলো দিবালা। এই দুই ফরোয়ার্ডের লক্ষ্যভেদে সাম্পদোরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জুভেন্টাস। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সাম্পদোরিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৯ মিনিটে আলেক্স সান্দ্রোর পাসে বল পেয়ে ডি বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা গোল করে তুরিনের বুড়িদের এগিয়ে দেন। এই নিয়ে আসরে তার গোল সংখ্যা দাঁড়ালো ৫টি। 

৩৫ মিনিটের মাথায় ডি বক্সের ভেতরে জুভেন্টাসের ফুটবলাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ১০ গজ দূর থেকে নেয়া ডান পায়ের শটে সাম্পদোরিয়াকে সমতায় ফেরান ইতালিয়ান ফরোয়ার্ড জিয়ানলুকা কাপরারি।

স্বাগতিকরা অবশ্য বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি। ম্যাচের ৪৫ মিনিটে আলেক্স সান্দ্রোর ক্রসে বল আদায় করে দারুণ এক হেডে জুভেন্টাসকে লিড এনে দেন রোনালদো। এই নিয়ে আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল সংখ্যা হলো ১০টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে সিআর সেভেনের গোল সংখ্যা এখন ১২টি।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে কাপরারি বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তার খানিক পরেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। 

লীগে ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। ৩৯ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান।

আরআইএস 

আরও পড়ুন