• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ০৭:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ০৭:৩৯ পিএম

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমানও

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমানও

আগেও খেলেছেন কয়েক আসর, নজরও কেড়েছেন। তবে আগের সেই ফর্ম এখন আর নেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। তবুও আশা ছিল হয়তো আইপিএলে দল পেয়ে যেতে পারেন তিনি। কিন্তু কলকাতার অনুষ্ঠিত ২০২০ আইপিএলের নিলামে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্জাইজি।

ফাস্ট বোলার সেট ২ তে নাম ছিল মুস্তাফিজুর রহমানের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ভারতীয় রুপি। তবে কেউ আগ্রহ দেখায়নি দ্যা ফিজের প্রতি। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমান আইপিএলে দুই ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ২৪ ম্যাচ। ২৪ ম্যাচে ২৮.৫৪ বোলিং গড়ে মুস্তাফিজের উইকেট ঠিক ২৪ টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৫১। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট।

২০১৬ ও ২০১৭ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। ২০১৮ সালে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। প্রথম আসরে দাপুটে পারফরম্যান্সে হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার।

এমএইচবি

আরও পড়ুন