• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ০৯:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ০৯:২৮ পিএম

‘স্কুল-কলেজে পরীক্ষা, তাই দর্শক নেই বিপিএলে’

‘স্কুল-কলেজে পরীক্ষা, তাই দর্শক নেই বিপিএলে’

প্রতি বছর বিপিএল এলেই আলোচনায় থাকে মাঠের দর্শক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বেশির ভাগ ম্যাচেই ফাঁকা থাকছে অধিকাংশ আসন। অনেকের অভিযোগ টিকেটের মূল্য বেশি রাখার কারণে ফাঁকা থাকছে গ্যালারি। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তা মনে করেন না। স্কুল কলেজের পরীক্ষার কারণে দর্শক কম হচ্ছে বলে বিশ্বাস তার। 

তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকে সবসময়ই দর্শক একটু কম থাকে। এরপর আস্তে আস্তে বাড়ে। তারপর আবার ডিসেম্বর মাস, পরীক্ষার একটা ব্যাপার আছে। সে হিসেবে আমার মনে হয় ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে দর্শক অবশ্যই বাড়বে। স্কুল, কলেজগুলো ছুটি হবে। এখন খেলাও ভালো হচ্ছে, সবার আগ্রহও বাড়ছে। সে হিসেবে মনে করি, সামনের দিনগুলোতে দর্শক বাড়বে।’

তিনি আরও বলেন, ‘আসলে টুর্নামেন্টের মাঝামাঝি না গেলে বিশ্লেষণ করা কঠিন। কারণ সীমিত ওভারের ক্রিকেট। এখানে সব খেলোয়াড়ের কিন্তু সমানভাবে সুযোগ থাকে না। সে হিসেবে আগামী ৩-৪টা ম্যাচ যাওয়ার পর বলা যাবে। তারপরেও যেভাবে বিপিএল চলছে, অবশ্যই আমরা সে খোঁজ রাখি। বেশ ভালো হচ্ছে, চ্যালেঞ্জিং খেলা হচ্ছে। প্রতিটা ম্যাচেই বিদেশিদের সঙ্গে দেশি খেলোয়াড়রাও পারফরম করছে।’

এমএইচবি

আরও পড়ুন