• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ১০:৪৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০১৯, ১০:৪৩ এএম

সাক্ষাৎকারে শাহরিয়ার নাফিস

জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের অফ ফর্ম চিন্তার কারণ

জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের অফ ফর্ম চিন্তার কারণ
শাহরিয়ার নাফিস। ফটো : চ্যানেল টোয়েন্টি ফোর

বঙ্গবন্ধু বিপিএলে দলগুলোর বড় স্কোরের দেখা পাওয়া কিংবা জাতীয় ক্রিকেটারদের ব্যাট হাতে দ্যুতি ছড়ানো নিয়মিত ঘটনা। বড় স্কোর গড়া কিংবা তা পেরিয়ে যাওয়া বিপিএলকে দিয়েছে সত্যিকারের টি টোয়েন্টি আসরের মেজাজ। দলীয় যেমন দেখা পাচ্ছে বড় স্কোরের ব্যাটসম্যানদের উইলোতেও রান। জাতীয় দলের ক্রিকেটারদের ফর্মে থাকা আসন্ন পাকিস্তান সিরিজের আগে বড় পাওয়া। তবে মুদ্রার উল্টো পিঠও আছে।

চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে টাইগারদের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস বলেন, দেখি খেলোয়াড়রা ভালো পারফর্ম করছে। এটা ইতিবাচক দিক। একইসঙ্গে হতাশার জায়গা হলো, জাতীয় দলের ৩ থেকে ৫ জন খেলোয়াড় ছাড়া কেউ পারফর্ম করছে না। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের অফ ফর্ম চিন্তার কারণ। 

তিনি বলেন, প্রত্যেকটা জিনিসেরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। যে কারণে বিপিএলের আয়োজন করা অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মুখ খোঁজা; এই জায়গায় অবস্থাটা এখনো হতাশাজনক। 

বঙ্গবন্ধু বিপিএলে দল পরিচালনার শতভাগ কতৃত্ব বিসিবির। ভেতর আর বাইরের নানা ছকে দলহীন শহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুলরা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও তারা ব্রাত্য। 

এ প্রসঙ্গে শাহরিয়ার নাফিসের ভাষ্য, বোর্ডের নিজস্ব এজেন্ডা হলো জাতীয় দল, এ দল, একাডেমি দল, হাই পারফরম্যান্স দল এই চার দলের অধিকাংশ খেলোয়াড়কে বিপিএলে তারা যুক্ত করতে চাচ্ছে। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যারা জাতীয় দলে খেলে না কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছে, যেকোনোভাবেই হোক দুর্ভাগ্যজনকভাবে বিপিএলে দল পাচ্ছে না। 

আরআইএস 


 

আরও পড়ুন