• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ১২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০১৯, ১২:৫৪ পিএম

রাশিয়াকে ক্রীড়াঙ্গনে দেয়া নিষেধাজ্ঞা রাজনৈতিক ষড়যন্ত্র : পুতিন 

রাশিয়াকে ক্রীড়াঙ্গনে দেয়া নিষেধাজ্ঞা রাজনৈতিক ষড়যন্ত্র : পুতিন 
মস্কোয় বাৎসরিক সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন। ফটো : টেলার রিপোর্ট

আন্তর্জাতিক অঙ্গনে সব ধরনের খেলাধুলা থেকে রাশিয়াকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ‘ওয়াডা’। ২০২০ সালে ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হবে। যদিও এই সিদ্ধান্তের ব্যাপারে আপিল করার সুযোগ রয়েছে রাশিয়ার।

তবে ওয়াডার রাশিয়াকে দেয়া চার বছরের নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মস্কোয় তাঁর বাৎসরিক সংবাদ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৯০০ সাংবাদিকের সামনে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র এবং অবিচার বলে মন্তব্য করেন। পুতিনের মতে, ডোপিং বিরোধী বিধি লঙ্ঘনের জন্য যেকোনো শাস্তি ব্যক্তিগতভাবে দিতে হবে; যা নির্দোষ অ্যাথলেটদের প্রভাবিত করতে পারে না। 

পুতিন বলেন, যারা ব্যক্তিগতভাবে ডোপ নিয়েছেন তাদেরকে নিষিদ্ধ করতে পারতো ওয়াডা। কিন্তু সেটি না করে আর্ন্তজাতিক ক্রীড়াঙ্গন থেকে পুরো দেশটিকেই তারা নিষিদ্ধ করেছে। ওয়াডার সিদ্ধান্তকে আমি শুধুমাত্র অন্যায় সিদ্ধান্তই মনে করি না; বরং এটি সাধারণ বিবেচনা এবং আইনের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। কারণ ডোপিং সম্পর্কিত ঘটনার কারণে গত অলিম্পিকে নিরপেক্ষ পতাকার নিচে আমাদের অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এখন আবার একই বিষয়ের অবতারণা হচ্ছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট স্কেটারদের উদাহরণ টেনে তাদের দেয়া শাস্তিকে একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, কেউ যদি বিশেষভাবে কোনো কিছুর জন্য দোষী সাব্যস্ত হন, তবে এটি স্বাভাবিক এবং ন্যায্য। কিন্তু আমাদের দেশে যখন অ্যাথলেটদের সংখ্যাগরিষ্ঠই যখন নির্দোষ, তাহলে দোষীদের কাজের জন্য কেন উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে? আমাদের স্কেটিংয়ে অনেক অল্প বয়সী মেয়ে রয়েছে, যারা এখনও শিশু। ডোপিংয়ের সঙ্গে তাদের কীসের সম্পর্ক! তাদের বাদ দিয়ে কি বিশ্বের ক্রীড়াঙ্গন কি উপকৃত হবে? আমি তা মনে করি না। 

প্রেসিডেন্ট পুতিন জোরালোভাবে দাবি করেন, রাশিয়ার বিপক্ষে দেয়া ওয়াডার রাইয় কেবল অলিম্পিক সনদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং তাই আইনি ক্ষমতা তারা এভাবে প্রয়োগ করতে পারে না। তিনি বলেন, দেশের অলিম্পিক কমিটির বিরুদ্ধে অভিযোগ না থাকলে একটি দলের নিরপেক্ষ মর্যাদা নিয়ে খেলা উচিত নয়। অলিম্পিক সনদে উল্লেখ রয়েছে, নির্দিষ্ট (দোষী) লোকদের সঙ্গে বোঝাপড়া করুন এবং আমরা তাতে সহায়তা করবো। রাশিয়ান খেলাধুলাকে পরিচ্ছন্ন করার জন্য অনেক কিছুই করা হচ্ছে। রাশিয়ার ডোপিং বিরোধী সংস্থা আমাদের সহকর্মীদের ঘনিষ্ঠ সহযোগিতায় কমিটি গঠিত হয়েছিল। এমনকি আমরা তাদের সুপারিশের ভিত্তিতে একজন নেতাও বেছে নিয়েছি। এটি আমাদের এমন বিশ্বাসের ভিত্তি জোরালো করে যে, ওয়াডার সিদ্ধান্তে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

পুতিন আরও বলেন, ক্রীড়া সালিশি আদালতের রায়ের জন্য আমাদের শান্তভাবে অপেক্ষা করা উচিত। যদিও বুঝতে পারছি যে আমরা কোন অবস্থানে আছি। তবে রাশিয়ান অ্যাথলেটরা আগেও প্রস্তুত ছিল, এখনো সব ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রস্তুত থাকবে। রাশিয়ায় দুর্দান্ত কিছু ছেলে রয়েছে, যারা তাদের গৌরবান্বিত বিজয় দিয়ে আমাদের বারবার আনন্দিত করবে। 

সূত্র : টেলার রিপোর্ট 

আরআইএস 
 

আরও পড়ুন