• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯, ০৮:২৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০১৯, ০৮:২৯ এএম

আর্সেনালের নতুন কোচ আর্তেতা

আর্সেনালের নতুন কোচ আর্তেতা
আর্সেনালের কোচ হওয়ার পর দলটির জার্সি হাতে মিকেল আর্তেতা। ফটো : আর্সেনাল ওয়েবসাইট

বাজে পারফরম্যান্সের কারণে আর্সেনালের কোচের দায়িত্ব থেকে উনাই এমেরি বরখাস্ত করার পর দলটির সাবেক মিডফিল্ডার ও সহকারী কোচ ফ্রেডি ইয়ুনবার্গকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। তার অধীনেও গানাররা ভালো করতে না পারায় ক্লাবের আরেক সাবেক মিডফিল্ডার মিকেল আর্তেতাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) আর্সেনাল বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানায়, দুই বছরের জন্য আর্তেতা কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য চুক্তি করেছেন।

৩৭ বছর বয়সী আর্তেতা খেলা ছাড়ার পর জড়িয়েছিলেন কোচিংয়ের সঙ্গে, ২০১৬ সাল থেকে ম্যানসিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করছিলেন। গত দুই মৌসুমে সিটির চ্যাম্পিয়ন দলের সহকারী কোচ ছিলেন এই স্প্যানিয়ার্ড। 

২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আর্সেনালের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেন আর্তেতা। আর্সেনালে পাঁচ বছর খেলেছিলেন এই স্প্যানিশ, অধিনায়কও হয়েছিলেন। গানারদের হয়ে জিতেছিলেন দুইটি এফএ কাপ।

আরআইএস 

আরও পড়ুন