
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টানা চার ম্যাচ হেরে বেকাদায় রংপুর রেঞ্জার্স। হারের বৃত্ত থেকে বের হতে তারা পথ খুঁজছে। এর মাঝেও দলকে জয়ের ধারায় ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। তাই এক সময়ের বিশ্বসেরা তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনকে দলে ভেড়াচ্ছে রংপুর- এমনটাই নিশ্চিত করেছেন রংপুরের পরিচালক আকরাম খান।
আকরাম জানান, আগামী ২৬ ডিসেম্বর শেন ওয়াটসনের দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে। ঢাকা পর্ব ছাড়াও রংপুরের বাকি সব ম্যাচেই তিনি খেলবেন।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ওয়াটসন। সম্প্রতি আবুধাবিতে টি-টেন লীগে তিনি খেলেছেন। গত মাসে শেষ হওয়া টুর্নামেন্টে দুটি হাফ সেঞ্চুরিও করেছেন ওয়াটসন। ডেকান গ্লাডিয়েটর্সের অধিনায়কত্বও করেন এই অলরাউন্ডার।
দেশের জার্সিতে ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেন ওয়াটসন। টেস্টে ৩৭৩১, ওয়ানডেতে ৫৭৫৭ ও টি-টোয়েন্টি ১৪৬২ রানের মালিক ওয়াটসন বল হাতেও আন্তর্জাতিক ক্যারিয়ারে ছিলেন বেশ সফল। সাদা পোশাকে ৭৫, ওয়ানডেতে ১৬৮ টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৪৮টি।
আগেই জানা গিয়েছিল, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা ডানহাতি পেসার লিয়াম প্লাংকেট বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশে আসছেন।
আরআইএস