• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০১৯, ০৪:১৬ পিএম

বিশ্বজয়ী ফ্রান্সের কোচ হবেন জিদান!

বিশ্বজয়ী ফ্রান্সের কোচ হবেন জিদান!

জিদান যে একদিন বিশ্বজয়ী ফ্রান্সের কোচ হবেন, তা অনেকেই বলতে শুরু করেছিলেন আগে থেকে। তবে এবার এমন একজন তার সম্পর্কে এ কথা বললেন, যার কথাটাকে মোটেও ফেলনা হিসেবে ফেলে দেয়ার মত নয়। সেই ব্যক্তিটি হচ্ছেন, বিশ্বকাপজয়ী ফুটবলার এবং কোচ দিদিয়ের দেশম।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ দেশমের অধীনেই জিতেছিল ফরাসিরা। ১৯৯৮ সালে দেশমের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জেতে ফ্রান্স। যে দলের সেরা ফুটবলার ছিলেন জিনেদিন জিদান। সাবেক সতীর্থ বিশ্বসেরা একটি ক্লাবের কোচ। এটা বেশ ভালো লাগার বিষয় দেশমের কাছে।

এ কারণেই জিদান সম্পর্কে দিদিয়ের দেশম সার্টিফিকেট দিচ্ছেন, ‘একদিন না একদিন ফ্রান্সের কোচ হবেন জিদান। সেটা খুব দ্রুতও হতে পারে আবার বিলম্বও হতে পারে।’

২০১৮ বিশ্বকাপজয়ী এই কোচ ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকছেন। কিছুদিন আগেই এই চুক্তি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে করে ফেলেছেন দেশম। তবুও উনি বিশ্বাস করেন, ফরাসি ফুটবল দলের কোচের দায়িত্বে তিনি চিরদিন থাকছেন না। তার বিশ্বাস, পরের কোচই হতে পারেন জিজু (জিদানের ডাক নাম)।

প্যারিসের লে মন্ডে পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে দিদিয়ের দেশম বলেন, ‘ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারেন জিজুই। এটা এখন হোক কিংবা পরে- জিজু কোচ হবেই।’


তবে কোচ হওয়ার জন্য বয়স কোনো বাধা নয় বলেও মনে করেন দেশম। তিনি বলেন, ‘যখন আপনি কোচ হবেন, তখন বয়স কোনো বাধা নয়। এটা নির্ভর করে সম্পূর্ণ ফলাফলের ওপর। ফলাফলই আপনাকে টিকিয়ে রাখবে। নয়তো নয়।’

এরপরই করিম বেনজেমা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় দিদিয়ের দেশমকে। কিন্তু তিনি এ সম্পর্কে কোনো কথাই বলতে রাজি হননি। শুধু বলে দিলেন, ‘এটা এখন আলোচনা করার মত কোনো ইস্যুই নয়।’