• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯, ০৬:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০১৯, ০৬:৫৫ পিএম

আইপিএলে দল পাবেন না আগেই জানতেন মুশফিক

আইপিএলে দল পাবেন না আগেই জানতেন মুশফিক

এবারের আইপিএলের নিলামের আগে জোর গুঞ্জন, এবার দল পাবেন মুশফিকুর রহিম। নিলাম শেষে মুশফিকের অবিক্রীত থাকাটা মন ভেঙেছে ভক্ত সমর্থকদের। মুশফিক নিযে অবশ্য বলছেন আগেই জানতেন দল পাবেন না, সেজন্যই নাম দিতে যত অনাগ্রহ। 

সিলেটের বিপক্ষে হারের পর আজ (২১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘দেখেন সত্যি বলতে আমি আগে থেকেই জানি আমাকে নিবেই না। নাম দিয়ে লাভ নেই। তারপর ওরাই যখন রিকুয়েস্ট পাঠিয়েছে ভাবলাম রিকুয়েস্ট যেহেতু পাঠিয়েছে, নিতে পারে। হয়নি, এটা আমার হাতে নেই।’

দেশের হয়ে খেলতেই উইকেট রক্ষক এই ব্যাটসম্যানের যত গর্ব উল্লেখ করে আরও যোগ করেন, ‘আমার হাতে যেটা আছে ধারাবাহিক পারফরম্যান্স। বাংলাদেশ দলের জন্য কিছু যেন করতে পারি। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু না, এটা হলেও কি নাহলেও কি! নিজ দেশের হয়ে খেলার চাইতে তো আসলে গর্বের কিছু হতে পারেনা। এটা আমার মাথা ব্যথার কারণ কখনোই ছিলনা। আশা করেছিলাম তবে হয়নি। এখন আমার বিপিএলে খেলা, পুরো মনোযোগ এখানেই।’

এমনিতেই আইপিএল নিয়ে মুশফিকের আগ্রহ বরাবরই কম। আগ্রহীদের তালিকায় দেখা যায়না দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের নাম, এবার অনুরোধ করে নাম লিখিয়েও দলে না ভেড়ানোয় খারাপ লাগাটা অবশ্যই বেশি। ফলে ভবিষ্যতে আরও জোরালো অনুরোধ আসলেও নাম দেওয়ার ব্যাপারে সরাসরি না করে দিবেন কিনা মুশফিক এমন প্রশ্নে উত্তর, ‘সেটা ভবিষ্যতই বলে দেবে।’

কারা মূলত নিলামের আগে আগ্রহ প্রকাশ করেছে দলে অন্তর্ভূক্ত করার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘আমি খুব বেশি জানিনা। আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি কারা কারা আগ্রহ দেখাচ্ছে। ওইভাবে আসলে আমার কাছে কোন কথা আসেনি।’

এমএইচবি

আরও পড়ুন