• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৯, ১২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২২, ২০১৯, ১২:১৬ পিএম

জয়হীন আর্সেনাল 

জয়হীন আর্সেনাল 
বল দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল এভারটন। ফটো : টুইটার

ইংলিশ প্রিমিয়ার লীগে এভারটনের মাঠে ড্র করেছে আর্সেনাল। ম্যাড়েম্যাড়ে ম্যাচে কেউই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি। গোলশূন্য ড্রতেই পয়েন্ট ভাগাভাগি হয়েছে দু’দলের।

শনিবার (২১ ডিসেম্বর) গুডিসন পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বল দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল এভারটন। অবশ্য স্বাগতিকদের পাঁচটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। এমনকি ৪৪ মিনিটে আর্সেনালের নেয়া একমাত্র শটটিও পোস্ট বরাবর ছিল না। 

দুই দলেই দায়িত্ব পেয়েছেন নতুন কোচ। এদিন, ডাগ আউটে ছিলেন না তাদের কেউই। ‘বক্সিং ডে’তে ঘরের মাঠে বার্নলির বিপক্ষে অভিষেক হবে এভারটনের কার্লো আনচেলত্তির। একই দিনে বোর্নমাউথের মাঠে আর্সেনাল ডাগ আউটে যাত্রা শুরু করবেন মিকেল আর্তেতা।

১৮ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে এভারটনের সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫ জয় ও ৮ ড্রয়ে আর্সেনালের অর্জন ২৩ পয়েন্ট।

আরআইএস 
 

আরও পড়ুন