• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৯, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২২, ২০১৯, ০৬:১২ পিএম

‘ক্রিকেটের বাইবেলে’র দশকের সেরা একাদশে সাকিব

‘ক্রিকেটের বাইবেলে’র দশকের সেরা একাদশে সাকিব

ক্রিকেটবিষয়ক ম্যাগাজিন উইজডেনকে বলা হয় ক্রিকেটের বাইবেল। সম্প্রতি উইজডেন তাদের দশক সেরা একাদশ বেছে নিয়েছে। সেখানে জায়গা করে নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উইজডেনের এই বর্ষসেরা একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

উইজডেন তাদের একাদশের বিবৃতিতে সাকিবের ব্যাপারে উল্লেখ করেছে, সর্বশেষ দশকে স্পিন বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব। এছাড়া টাইগার অলরাউন্ডারকে দলের সব সমস্যার সমাধান দাতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুরুর ২০ রানে উইকেট পড়লে বিরাটের মতো কার্যকরী সাকিব। অন্যদিকে দলের স্পিন বিভাগেরও সমাধান তিনি।

উইজডেনের বিচারে ওয়ানডে ক্রিকেটের দশক সেরা ইনিংস খেলেছেন রোহিত শর্মা। শ্রীলংকার বিপক্ষে তার ২৬৪ রানের ইনিংসকে এই খেতাব দেয়া হয়েছে। অন্য ওপেনার ওয়ার্নারকে বেছে নেওয়া হয়েছে তার দারুণ গড়ের সঙ্গে স্ট্রাইক রেটের কারণে।

তিন নম্বরে বিরাট কোহলির নাম থাকা ছিল অবধারিত। ওয়ানডে ক্রিকেটে তার মতো ব্যাটসম্যান গত দশকে আর আসেনি। ডি ভিলিয়ার্সের অন্তর্ভূক্তি নিয়েও কোন প্রশ্ন নেই। কোহলির থেকে বেশি গড় এবং স্ট্রাইকরেটে ক্যারিয়ার শেষ করেছেন তিনি।

বাটলারের ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ ব্যাটিংয়ের বিপ্লব। ধোনি একাদশে জায়গা পেয়েছেন ১০৩ গড়ে তার সফল রান তাড়ার জন্য। ধোনি অপরাজিত থেকেছেন কিন্তু দলকে জেতাতে পারেনি এমন ঘটনা ঘটেছে মাত্র চারবার। এছাড়া এই দশ বছরে তার গ্লাভসের কাজ অসাধারণ ছিল বলেও উল্লেখ করা হয়েছে। সাকিবের এই একাদশে থাকার কারণ উল্লেখ করা হয়েছে শুরুতেই।

ভিন্ন অ্যাকশনে সাফল্য পাওয়া, আগুনে স্পেলের জন্য দলে আছেন মালিঙ্গা। স্লগ ওভারের অন্যতম সেরা বোলার তিনি। আর বড় টুর্নামেন্টে অসাধারণ বোলিংয়ের জন্য রাখা হয়েছে মিচেল স্টার্ককে। ট্রেন্ট বোলকে বলা হয়েছে বড় ম্যাচের বোলার। আর এই দশকের পেস বোলিংয়ের বড় অংশজুড়ে মিলে আছে ডেল স্টেইনের নাম। তিনিও তাই আছেন দশক সেরা একাদশে।

একনজরে উইজডেনের দশক সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, এমএস ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ডেল স্টেইন।